টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ-ডি'র গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ক্যারিবীয় রাষ্ট্র সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্র্যানেডাইন্সের রাজধানী কিংসটাউনে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি যেখানে গত এক দশকে কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
নেদারল্যান্ডস ও বাংলাদেশ দুই দলই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়ে হেরে গিয়েছে।
দুই দলেরই একটি করে জয় আছে এবং সুপার এইটে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে।
এসব হিসেবের বাইরেও এই ম্যাচে আলোচনায় নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের নিকট অতীতের হারের স্মৃতি। যদিও ফরম্যাট আলাদা, গত বছরের এই ম্যাচটি হয়েছিল ওয়ানডে বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে। পশ্চিমবঙ্গে বাংলাদেশের অনেক ক্রিকেট সমর্থক ভিড় জমিয়েছিলেন, হারের স্বাদ নিয়ে ফিরেছেন।
আর নেদারল্যান্ডস দলটা এখন যে কোনও দলের বিপক্ষেই জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামে, ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল দলটি।
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানের জয় পেয়েছিল ডাচ ক্রিকেট দল।
তাই আইসিসির এই সহযোগী দলের বিপক্ষে বাংলাদেশ স্পষ্ট ফেভারিট থাকবে এমন দাবি করা কঠিন।
তারওপর বাংলাদেশ ক্রিকেট দল কিছু প্রশ্নের উত্তর এখনও খুঁজে বেড়াচ্ছে।
বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024