বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক মো. শফিক রহমান আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড়, সাপোর্ট স্টাফসহ সংশ্লিষ্ট সকলের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শফিক রহমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ২ ফেব্রুয়ারির মধ্যে ৫০ শতাংশ বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়া এবং পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে সরকার হস্তক্ষেপ করে। সোমবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শফিক রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শফিক রহমান তার ভুল স্বীকার করে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি—এই তিন কিস্তিতে ২৫ শতাংশ করে সব বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, প্রতিটি কিস্তিতেই শুধু খেলোয়াড়দের নয়, দলের সঙ্গে জড়িত সবার বকেয়া পরিশোধ করা হবে। প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিপিএলের ১১তম আসরে নতুন দল হিসেবে অংশগ্রহণকারী দুর্বার রাজশাহী বকেয়া পরিশোধ না করার কারণে সিজনজুড়ে বিতর্কের মুখে ছিল। এ ঘটনায় লিগের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
বেতন-ভাতা না পাওয়ায় ফ্র্যাঞ্চাইজির বিদেশি খেলোয়াড়রা ঢাকার হোটেলে আটকা পড়েছেন বলে জানা গেছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় হোটেল এবং এমনকি দলীয় বাসের বকেয়া পরিশোধ না করার অভিযোগ উঠেছে। মাঠের খেলায় রাজশাহী লিগ পর্বে পঞ্চম স্থান অধিকার করে শীর্ষ চারে জায়গা পায়নি।
বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024