এ সময় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন এবং আছিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আপনারা জানেন দেশে একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ধর্ষণের বিচার চাওয়া আমাদের জন্য লজ্জার। দেশে যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে এটা শুধু আইন-শৃঙ্খলার অবনতি না, এটা আমাদের মূল্যবোধের অবনতি। আমরা চাই শিশুটির ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্র নিশ্চিত করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, এমন ঘটনা সমাজের নৈতিকতার চূড়ান্ত অবক্ষয়কে তুলে ধরে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।
প্রসঙ্গত, গত ৫ মার্চ রাতে মাগুরায় বোনের বাড়িতে আট বছরের শিশু ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়। জানা গেছে, তার বোনের শ্বশুর তাকে ধর্ষণ করেছে।
বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024