ছয় বছরের শিশু নূর মোসাউয়ির পুরো মাথায় ব্যান্ডেজ। হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে সে। সারা বাড়ি মাতিয়ে বেড়ানো মেয়েটি এখন যন্ত্রণায় কাতর। যুদ্ধ কী বোঝে না নূর। অস্ত্র কী তা–ও জানে না। তবু যুদ্ধের বীভৎসতা তাঁর ছোট্ট শরীরজুড়ে।
নূর থাকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায়। কৃষি আর কৃষিভিত্তিক শিল্পে সমৃদ্ধ পাহাড়ি একটি এলাকা। অথচ সাম্প্রতিক সময়ে পুরো উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মুহুর্মুহু ইসরায়েলি বিমান হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে পুরো উপত্যকা।
গত সপ্তাহের শুরু থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এক ঘণ্টায় ৩০টির বেশি বিমান হামলার ঘটনাও ঘটেছে। হামলায় বেকা উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৪৬ জন। নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
একের পর এক হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকেই। তাদেরই একজন ছয় বছর বয়সের নূর মোসাউয়ি। স্থানীয় রায়াক হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছে সে। সঙ্গে রয়েছেন নূরের মা রিমা। মেয়ের পাশে বসে পবিত্র কোরআন পড়ছেন। মেয়ের জন্য দোয়া করছেন তিনি। রিমা বলেন, ‘মেয়েটা খুবই উজ্জ্বল ও মিশুক প্রকৃতির। বাড়িতে সব সময় মজা করে। নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে। এখন মেয়েটা হাসপাতালে থাকায় বাড়িটা কেমন খালি খালি লাগছে।’
গত সোমবার ইসরায়েলি হামলার শিকার হয় নূর। রিমা বলেন, তিনি মেয়েকে অভয় দিয়েছিলেন। মেয়েও আল্লাহর সাহায্য চাইছিল।
বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024