সাম্প্রতিক খবর

বিনোদন
views

ছোট্ট মিষ্টি মেয়েটার নাম নৈঋতা। ক্লাস ফোরে পড়ে সে, থাকে যুক্তরাজ্যে। প্রথম সিনেমাতেই বাজিমাত করেছে। যার কথা হচ্ছে, সে এবারের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার প্রাণ। ‘জংলি’ সিনেমায় সিয়াম ও বুবলীর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে। এমনই অভিনয়, একেবারে প্রশংসায় চারপাশ পঞ্চমুখ হয়ে উঠেছে নৈঋতাকে ঘিরে।

মুক্তির আগে ‘জংলি’ সিনেমার টিজার দেখে অনেকে অ্যাকশন বা থ্রিলার কেন্দ্রিক ছবি মনে করলেও প্রেক্ষাগৃহে যাওয়ার পর ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে দর্শকেরা। ছবিটি দেখার পর অধিকাংশই বেরিয়েছেন এক ভিন্ন চেহারা নিয়ে, যাদের চোখে মুখে ছিল কান্নার ছাপ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল অনেক ভিডিওতে দেখা যায়, ‘জংলি’ দেখে প্রেক্ষাগৃহে উচ্চস্বরে কান্নাও করেছেন অনেকে। আবার ছবিটি দেখে এক দম্পতি সন্তান দন্তক নেওয়ার কথাও ভেবে রেখেছেন। আবার দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা-পরিচালকেরাও ছবিটি নিয়ে বিস্তর প্রশংসা করেছেন। বিশেষ করে সিয়াম আহমেদ, বুবলী, দীঘিদের ভিড়ে শিশুশিল্পী নৈঋতার অভিনয়ে মুগ্ধ তারা সকলে।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ‘জংলি’ সিনেমা টেনে নিয়ে গেছে শিশুশিল্পী নৈঋতাই। সিনেমাটির অক্সিজেনও ছিল সে- এমনও মন্তব্য আসে তাদের কাছ থেকে।

বলার বাকি নেই, নৈঋতাকে নিয়ে প্রশংসায় যেন পঞ্চমুখ চারপাশ। এমন সময়ে গণমাধ্যমের মুখোমুখি এই শিশুশিল্পী।

জানা গেল, যাকে নিয়ে এত প্রশংসা সে এখনো নিজের প্রথম অভিনয় করা সিনেমা দেখেনি। নৈঋতা কারণটা বলেছে এভাবে, ‘আমরা তো এখন যুক্তরাজ্যে থাকি। শুনেছি সিনেমাটি ইউকে-তে রিলিজ হবে। যখনই রিলিজ হবে তখনই সবাই মিলে দেখতে যাবো। তাছাড়া সিনেমাহলে সিনেমা দেখতে আমার খুব  ভালো লাগে। নিজের সিনেমা দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগবে!’

‘জংলি’ সিনেমায় যুক্ত হওয়ার গল্পটা শুনিয়েছে বেশ মজা করে, সেটা নৈঋতার ভাষ্যে এমন, ‘মা আমার অভিনয়ের খুব একটা প্রশংসা করে না। তাই ফার্স্ট অডিশনে বাবা আমাকে নিয়ে যায়। সেকেন্ড টাইম মা নিয়ে যায়। সেই অডিশনের পর নির্মাতা এম রাহিম আঙ্কেলদের মনে হয়, আমি সিনেমাটায় ভালো করতে পারবো। সেদিনই জানতে পারি, আমি সিলেক্টেড হয়েছি। এভাবেই আমি এই মুভিটার সঙ্গে যুক্ত হলাম।’

এই সিনেমার আগে চার বছর বয়সে ফ্যাশন ব্র্যান্ডের অনেক ফটোশুট করেছে নৈঋতা। যেমন আড়ং, লা রিভ, ইয়েলো, টুয়েলভ-এসব ব্র্যান্ডের। নৈঋতার ভাষ্যে, ‘আমি অনেক ওভিসি, টিভিসিও করেছি।’

নিজের অভিনয় ভাবনা নিয়েও কথা বলেছে এই শিশুশিল্পী। সেটা এমন, ‘আমার সিনেমা নিয়ে কোনও আগ্রহ নেই। কিন্তু মা চায় আমি নিয়মিত অভিনয় করি। আর বাকিদের প্রশংসা দেখে আমারও মনে হচ্ছে সামনে ভালো কাজের অফার পেলে আরও সিনেমায় অভিনয় করবো।’

তবে শুটিংয়ের সময় কষ্ট হলেও ভালো লেগেছে ছোট্ট নৈঋতার। জানাল, শুটিংয়ের সময় আঘাত পেয়েছিল সে। নৈঋতার কথায়, ‘শুটিংয়ে একদিন আমার হাতে আঘাত লাগে। এরপর আমার পায়ের নখ ভেঙে যায়। অনেকদিন রাতজেগে শুট করতে হয়েছে। তখন ছিল প্রচণ্ড গরম। ইউনিটের বাকি সবাই আমার খুবই টেক কেয়ার করেছে। তাই কষ্ট হলেও অভিনয় করে ভালো লেগেছে।’

উল্লেখ্য, এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও দীঘি। শিশুশিল্পী নৈঋতা ছাড়াও আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

সর্বাধিক দেখা খবর