সাম্প্রতিক খবর

খেলা
views

চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার সাদমান ইসলাম। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এরপর জোড়া উইকেট হারালেও চালকের আসনে থেকে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। এখনও ২২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।   

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুতেই আরও এক উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। এতে ২২৭ রানে অলআউট হয় সফরকারীরা। ৬০ রান খরচায় ৬ উইকেট নেন তাইজুল।

জবাবে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।

ফিফটি তুলে নেন সাদমান। ২৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দলীয় ১১৮ রানে ৮০ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যান বিজয়।

এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। ১৪২ বলে সেঞ্চুরি তুলে নেন এই টাইগার ওপেনার। মুমিনুলকে সঙ্গে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন সাদমান।

তবে দলীয় ১৯৪ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল ৬৪ বলে ৩৩ ও সাদমান ১৮১ বলে ১২০ রান করে আউট হন। ৫৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ২ ও মুশফিক ৯ রানে অপরাজিত আছেন। 

সর্বাধিক দেখা খবর