সাম্প্রতিক খবর

বাংলাদেশ
views

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

চার দিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে আছেন ইউনূস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের চেষ্টায় সমর্থন আদায়ের চেষ্টা তার এ সফরের অন্যতম লক্ষ্য।

বুধবার ব্রিটিশ গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, আগের সরকারের আমলে ‘চুরি যাওয়া’ অর্থ উদ্ধারে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের ‘নৈতিক দায়বদ্ধতা’ অনুভব করা উচিত, কারণ এ অর্থের বড় একটি অংশ এখন যুক্তরাজ্যেই রয়েছে বলে অভিযোগ আছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে ড. ইউনূস বলেছেন, ‘স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। অবশ্য স্টারমারের সঙ্গে তার সরাসরি কথা হয়নি।’

তবে ইউনূস এও বলেছেন, ‘পাচারের অর্থ ফেরাতে বাংলাদেশের চেষ্টায় স্টারমার যে সমর্থন দেবেন, সে বিষয়ে তার কোনো ‘সন্দেহ নেই’, কারণ তার ভাষায়, ‘এগুলো চুরির টাকা।’

ফিন্যান্সিয়াল টাইমস লিখেছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা যে স্টারমারের আপাতত নেই, যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারাও সেটা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে তারা রাজি হননি।

‘চুরির অর্থ’ খুঁজে পেতে ব্রিটিশ সরকার ইতোমধ্যে সহায়তা করছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ওই অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের ‘আইনি ও...নৈতিক’ বাধ্যবাধকতা অনুভব করা উচিত। আর এ বিষয়ে যুক্তরাজ্যের কাছ থেকে ‘আরো আন্তরিক সহায়তা’ বের করে আনা ছিল তার এবারের সফরের লক্ষ্য।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছর আগস্টে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু হয়।

সর্বাধিক দেখা খবর