ইরানে সামরিক হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত ইসরাইল। হামলার জবাব দিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার সাংবাদিকদের জানান, তেহরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব দেওয়া হবে। যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানে হামলা চালানোর হুমকি দেন তিনি।
সম্ভাব্য ইসরাইলি হামলা এবং ইরানের প্রতিশোধের হুমকিকে কেন্দ্র করে এরই মধ্যে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের অনাবশ্যক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার কেনেডি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘মার্কিনিদের মধ্যপ্রাচ্য ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এই অঞ্চল বিপজ্জনক জায়গায় পরিণত হতে পারে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে লক্ষ্য রাখা হবে’ বলেও জানান তিনি। এ সময় ইরানকে কোনভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না জানান ট্রাম্প।
অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন বুধবার নিজেদের জাহাজগুলোকে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
তবে সামরিক অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরাইল এবং মার্কিন কর্মকর্তারা।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর করতে পারে। সেই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে একটি চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প প্রশাসনের চলমান প্রচেষ্টাকেও বিপন্ন করে তুলতে পারে।
বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024