সাম্প্রতিক খবর

বিশ্ব
views

 

যানযটের কারণে মাত্র ১০ মিনিট দেরি হওয়ায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ভারতের নারী ভূমি।

বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের উদ্দেশে উড্ডয়নের পরপরই ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার সেই বিমানেই ওঠার কথা ছিল তার। কিন্তু যানজটের কারণে সঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে পারেননি তিনি। খবর আনন্দবাজার।

প্রতিবেদনে জানানো হয়, ভূমি একজন অনাবাসী ভারতীয় এবং তিনি ব্রিটেনের ব্রিস্টলে তার স্বামীর সঙ্গে বসবাস করেন। ছুটি কাটাতে তিনি ভারতে এসেছিলেন এবং বৃহস্পতিবার তার ব্রিটেনে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে বিমান দুর্ঘটনার শিকার হওয়া থেকে তিনি বেঁচে যান তার সামান্য দেরির কারণে।

ভূমি জানান, বৃহস্পতিবার দুপুরবেলা আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছানোর পথে তিনি তীব্র যানজটে ফেঁসে গিয়েছিলেন। এই যানজটের কারণেই তিনি নির্ধারিত সময়ে বিমানে উঠতে পারেননি, যা শেষ পর্যন্ত তার জীবন বাঁচিয়ে দেয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর ভূমি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েন।

তিনি বলেন, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমার ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন।

বিমানে উঠতে না পেরে ভূমি বিমানবন্দর থেকে গুজরাটের বাড়িতে ফিরে আসেন। দুপুর দেড়টা নাগাদ তিনি বিমানবন্দর ত্যাগ করেন। দুর্ঘটনার খবর ছড়ানোর পর বিমানবন্দরের পরিস্থিতি কেমন ছিল, তা তিনি সরাসরি দেখতে পাননি। তবে ফিরে আসার পথে রাস্তায় অনেক পুলিশের গাড়ি দেখেছেন বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ভেঙে পড়ে। মাত্র ৬২৫ ফুট উপরে ওঠার পরেই গুজরাতের মেঘানিনগরে একটি ছাত্রাবাসের ওপর বিমানটি আছড়ে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

সর্বাধিক দেখা খবর