মালয়েশিয়ায় চলমান প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্বে অংশ নিয়ে অভিজ্ঞতাটা সুখকর হলো না বাংলাদেশের। বাছাইয়ের শুরুর মতো শেষ ম্যাচেও হারল বাংলাদেশ। গতকাল সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮-২ গোলে হেরেছে রাহবাররা।
গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তৃতীয় হারের স্বাদ পেল তারা। মালয়েশিয়ায় ‘জি’ গ্রুপে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২-০ গোলে হেরে বাছাই পর্বে যাত্রা করে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হারে তারা।
অভিজ্ঞতা অর্জনের এ প্রতিযোগিতায় রেকর্ড গড়েছেন ফায়েদ আজিম। মালয়েশিয়ার বিপক্ষে গোল করেন তিনি। ফলে আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশের প্রথম গোলদাতা বনে গেলেন আজিম। আর আমিরাতের বিপক্ষে জোড়া গোল করেন ইন্তিসার মোস্তফা চৌধুরী।
তিন গোল করার বিপরীতে ২৭টি হজম করে করল বাংলাদেশ। ইরানি কোচ সাইদ খোদারাহমির অধীনে সফলতা পেল না লাল-সবুজ জার্সিধারীরা।
বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024