এর আগে ১২ আগস্ট রাত ১২টা বেজে ১২ মিনিটে টেইলর ভক্তদের (সুইফটিজ নামে পরিচিত) আনন্দে ভাসিয়ে ১২তম অ্যালবাম রিলিজের ঘোষণা দেন।
এই অ্যালবামে তার সঙ্গে কাজ করেছেন প্রযোজক শেলব্যাক ও ম্যাক্স মার্টিন। ম্যাক্স এর আগে টেইলরের 'ব্যাড ব্লাড' ও 'শেইক ইট অফ' এর মতো জনপ্রিয় গান প্রযোজনা করেছেন। পাশাপাশি ব্যাকস্ট্রিট বয়েজ ও কেলি ক্লার্কসনের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতাও আছে ম্যাক্সের।
প্রতিবেদন মতে, নতুন অ্যালবামের ১২টি গানে রয়েছে সাবলীল পপ ও ব্যালাডের ধাঁচ। সব মিলিয়ে এর দৈর্ঘ্য মাত্র ৪২ মিনিট, যা টেইলরের সাম্প্রতিক অ্যালবামগুলোর তুলনায় বেশ ছোটই বলা যায়।
তবে এর আগের 'টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্ট' অ্যালবাম রিলিজের কয়েক ঘণ্টা পর ভক্তদের তাক লাগিয়ে এর দ্বিতীয় খণ্ড প্রকাশ করেছিলেন টেইলর। এবারও ভক্তদের সে রকম কোনো 'সারপ্রাইজ' আসছে কী না, তা নিয়ে ইতোমধ্যে নেটিজেনরা আলোচনায় মেতে উঠেছেন।
কিছুদিন আগেই ট্র্যাভিস কেলসির সঙ্গে বাগদান সেরেছেন টেইলর। কেলসি'র পডকাস্ট 'নিউ হাইটস' এ এসে টেইলর এই অ্যালবামের সবগুলো গানকেই 'উল্লেখযোগ্য' বলে উল্লেখ করেন। তিনি অ্যালবাম বিষয়ে বলেন, 'আমি এরকম একটি অ্যালবাম অনেক, অনেক দিন ধরে তৈরি করতে চেয়েছিলাম।'
মনস্টার এরাস লাইভ ট্যুর চলার সময় পর্দার আড়ালে যেসব ঘটনা ঘটছিল টেইলরের জীবনে, তার একটি বড় প্রভাব এই অ্যালবামে আছে বলেও তিনি জানান।
নতুন অ্যালবাম থেকে তার প্রত্যাশা কি, এই প্রশ্নের জবাবে টেইলর বলেন, 'আমি চাই এই অ্যালবামের গানগুলো এতোটাই সুরেলা হবে যে আপনার নেশার মতো হয়ে যাবে আর এই নেশা থেকে বের হতে না পেরে আপনি রেগে যাবেন।'
অ্যালবামের প্রথম গানের নাম 'দ্য ফেইট অব ওফেলিয়া'। এই গানে কালজয়ী ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেকসপিয়ারের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
'লাইফ অব আ শোগার্ল' অ্যালবামের সবগুলো গানের গীতিকার ও প্রযোজক হিসেবে টেইলর, ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের নাম উল্লেখ করা হয়েছে। অ্যালবামের শেষ গানটির নাম অ্যালবামের নামে আর এতে টেইলরের সঙ্গে সহ শিল্পী হিসেবে আছেন অপর জনপ্রিয় পপ তারকা সাবরিনা কারপেন্টার।
স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024