দেশের অন্যান্য অঞ্চলে শীত প্রায় কমে গেলেও উত্তরের হিমালয় কন্যা ও শীত প্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে অব্যাহত রয়েছে শীত। তাপমাত্রার পারদ ওঠানামা করায় দিনের পরিবর্তে রাতে দেখা দিয়েছে খানিকটা জবুথবু অবস্থা। আবহাওয়া অফিস বলছে, অন্যান্য অঞ্চলে শীত কমে গেলেও শীত প্রবণ জেলা হওয়ায় পঞ্চগড়ে অব্যাহত রয়েছে শীত...