ফোন চুরি বা হারিয়ে গেলে সেই নম্বর ধরেই অনুসন্ধান চালানো হয়। প্রতিটি হ্যান্ডসেটের জন্য নাম্বারটি ইউনিক বা স্বতন্ত্র হওয়ার কথা থাকলেও নাম্বার ক্লোন বা পরিবর্তনের কথা শোনা যায় প্রায়ই। যদিও পরিমাণে সেটি খুব বেশি নয়।
গত বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তরে এক সেমিনারে মোবাইল ফোন অপারেটর রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, বাংলাদেশে একটি আইএমইআই নম্বর দিয়েই দেড় লাখের বেশি ফোন ব্যবহার করা হচ্ছে।
ফোনগুলোর সবই নকল বলেও জানান তিনি। তবে, একটি টেলিকম অপারেটর কোম্পানির সাবেক চিফ টেকনোলজি অফিসার এ কে এম মোর্শেদ বিবিসি বাংলাকে বলছেন, এখন দেড় লাখ হলে সংখ্যাটা আগের তুলনায় কমেছে।
কারণ, "কয়েক বছর আগে কোনো একটি অপারেটরের নেটওয়ার্কে সচল থাকা প্রায় আট লাখ সেলফোনের আইএমইআই কোড ছিল একটিই।"
কিন্তু, কীভাবে এতো বিপুল সংখ্যক মোবাইল ফোন একই আইডেন্টিটি বা পরিচয় পেয়েছিল?
আইএমইআই ডট ইনফো ওয়েবসাইটের তথ্য থেকে জানা যাচ্ছে, আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর একটি ১৫ ডিজিটের নম্বর, যেটি কোনো মোবাইল হ্যান্ডসেট তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে।
তবে কোনো কোনো ক্ষেত্রে এটি ১৭ ডিজিটও হতে পারে। এই নম্বরটি মূলত মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে।
এই নম্বরের মাধ্যমে চিহ্নিত করা যায়, কোন ফ্যাক্টরিতে এটি তৈরি হয়েছে এবং কোন এলাকায় ব্যবহৃত হচ্ছে।
এছাড়া আইএমইআই নম্বরের মধ্যেই ফোনটির জন্য একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর এবং পুরো নম্বরটি যাচাই করার জন্য একটি সংখ্যা দেয়া থাকে।
টেলিযোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ এ কে এম মোর্শেদ বলেন, "গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস্ বা জিএসএম-এর ডিজাইন করাই হয়েছে এমনভাবে যে একটা আইএমইআই’র অ্যাগেইনস্টে একটা মোবাইল নাম্বারই থাকবে। যাতে প্রত্যেককে আইডেন্টিফাই করা যায়।"
সাধারণত হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আইএমইআই নম্বরের মাধ্যমে হ্যান্ডসেটটির অবস্থান খুঁজে বের করা সম্ভব হয়।
এছাড়া নতুন ফোন কেনার সময় আইএমইআই নম্বরের মাধ্যমে জানা যেতে পারে ঐ ফোনটি এর আগে কখনো ব্যবহার করা হয়েছে কি না।
ফোনে *#০৬# ডায়াল করলে আইএমইআই নম্বর দেখাবে। এবার আইএমইআই ডট ইনফো ওয়েবসাইটে গিয়ে নম্বরটি বসিয়ে এবং 'চেক' বাটন চাপতে হবে। পরের পেইজে বিস্তারিত তথ্য আসবে।
স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024