দীর্ঘদিন পর আবারও গানে ফিরছেন কণ্ঠশিল্পী ইভা আরমান। যিনি ইভা রহমান নামেই পরিচিত।
খুব শিগগিরই তিনি প্রকাশ করবেন 'তুমি অনেক দামি' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
গানের সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। গানটিতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন আরমান।
গানটি প্রসঙ্গে ইভা বলেন, অনেক দিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গান করবো। 'তুমি অনেক দামি' গানের বাইরেও আরও কয়েকটি গানের কাজ হাতে আছে। চলতি বছরে এগুলো প্রকাশ করবো।
২০০৪ সালে ইভা গানের জগতে আসেন। তার গাওয়া গানের প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’।
বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024