প্রায় প্রতিদিনই গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেলআবিব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর প্রথম ৫০ দিনে ইসরাইলের হামলায় ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে
গত ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, বিমান হামলা, গোলা ও গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। বেসামরিক নাগরিকদের ওপর ১৬৪ বার গুলি চালানো হয়েছে। এছাড়া ‘হলুদ রেখার’ বাইরের আবাসিক এলাকায় ২৫ বার অভিযান চালানো হয়েছে। বোমাবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে ২৮০ বার। বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস করা হয়েছে ১১৮ বার।
গণমাধ্যম কার্যালয় আরো জানায়, গত মাসে ৩৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু এলাকায় এখনো মানবিক সহায়তা বন্ধ রয়েছে। হামলায় হাজা উপত্যকার কিছু অংশে রাস্তাঘাট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিনোদন
নতুন গানে ইভা রহমান 31-01-2024বিশ্ব
ব্রিটেনের রাজা ক্যানসারে আক্রান্ত 02-02-2024স্বাস্থ্য
আরও ৫১ জনের করোনা শনাক্ত 03-02-2024বাংলাদেশ
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বাড়লেও রাতে অনুভূত হচ্ছে শীত 02-02-2024