সাম্প্রতিক খবর

বিশ্ব
views

সোমবার (৭ জানুয়ারি) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ফেডারেশন কাপে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে মোহামেডান। আকাশী-নীলদের পক্ষে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নানান সমস্যায় জর্জরিত আবাহনী। এবারের মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়ায় খেলছে তারা। দেশি ফুটবলারদের নিয়ে দলকে বেশ ভালো গুছিয়ে নিয়েছেন কোচ মারুফুল হক। বিদেশিহীন আবাহনী দেখাচ্ছে একের পর এক চমক। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও শিরোপা লড়াইয়ে রয়েছে দলটি। ফেডারেশন কাপেও পরবর্তী রাউন্ডে ওঠার পথে তারা।

দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট আবাহনীর। দুই ম্যাচে দুই জয় রহমতগঞ্জেরও। যৌথভাবে শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে তিন ম্যাচে কেবল একটি জয় পেয়েছে মোহামেডান। তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনী ও ইয়ংমেন্স ফকিরাপুলের পয়েন্ট ১। তাই খুব নাটকীয় কিছু না ঘটলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে সাদা-কালো শিবির।

সর্বাধিক দেখা খবর